Photobazar24
মঙ্গলবার / ২৬শে মার্চ ২০১৯

এই মুহূর্তে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ইনস্টিটিউট করা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

আপডেট: 2017-03-17 10:58:57
এই মুহূর্তে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ইনস্টিটিউট করা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ফটোবাজার ; এই মুহূর্তে গার্হস্থ্য অর্থনীতি কলেজেকে ইনস্টিটিউট করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, রাতারাতি একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটে রূপান্তর করা যায় না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজকে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে গত কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদরা গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানকে ইনস্টিটিউটের আওতায় আনতে হলে সহশিক্ষা কার্যক্রম চালু করতে হবে। পরে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।সর্বশেষ খবর