Photobazar24
মঙ্গলবার / ২২শে জানুয়ারী ২০১৯

খিলগাঁয়ে এক শিশুর লাশ উদ্ধার

আপডেট: 2017-03-21 20:03:14
খিলগাঁয়ে এক শিশুর লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া মসজিদ সংলগ্ন এক নালা থেকে আল-আমিন (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। খিলগাঁও থানার এসআই ফারুক জানান, মঙ্গলবার সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়। দুপুর একটা পাঁচ মিনিটে ওই মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মৃত আল-আমিন এর পিতার নাম আবুল হোসেন।


গত ১৯ তারিখ সকাল ১০ টার পর ছেলেটি নিখোঁজ হয়। ১১০০/৪৪ পশ্চিম নন্দীপাড়া থানা খিঁলগা ভাড়া বাসায় থাকতেন পরিবারের সাথে। পরিবারের বরাদ দিয়ে এসআই জানায়, ছেলেটি মৃগি রোগে আক্রান্ত ছিলো এবং সাঁতার জানতো না।সর্বশেষ খবর