Photobazar24
রবিবার / ২৬শে মে ২০১৯

ভাস্কর্য পুণঃনির্মাণে সৌদি আরবসহ কয়েকটি দেশ ১০০ মিলিয়ন ডলার তহবিল গঠন

আপডেট: 2017-03-21 19:59:59
ভাস্কর্য পুণঃনির্মাণে সৌদি আরবসহ কয়েকটি দেশ ১০০ মিলিয়ন ডলার তহবিল গঠন

বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য ও  ধ্বংস করে দেয়া ঐতিহাসিক  ভাস্কর্য পুণনির্মাণে ১০০ মিলিয়ন ডলারের  তহবিল গঠন করা হয়েছে।  গত রোববার  ফ্রান্সের  ল্যুঁভর মিউজিয়ামে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সম্মেলন শেষে  ফ্রান্সের  প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, শুধুমাত্র ঐতিহ্যবাহী ভাস্কর্যগুলো নির্মাণই নয়, এই তহবিল থেকে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার সচেতনতা বৃদ্ধির জন্যও অর্থ ব্যয় করা হবে।  ঐতিহ্য রক্ষা ও পুর্ণনির্মান তহবিলে সৌদি আরব ৩০ মিলিয়ন, ফ্রন্স  ৩০ মিলিয়ন, আরব আমিরাত ১৫ মিলিয়ন, কুয়েত ৫ মিলিয়ন, লুক্সেমবার্গ ৩ মিলিয়ন এবং মরোক্কো দেড় মিলিয়ন ডলার দান করেছে।


প্রাথমিকভাবে পালমিরা ও ইরাকে  আইসিস যেসব ভাস্কর্য ধ্বংস করেছে সেগুলো পুণনির্মানে ব্যয় করা হবে। পরে এই তহবিলে আরো অর্থ দেয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে সংশ্লিষ্ট দাতা দেশগুলো।
সূত্র: আল আরাবিয়াসর্বশেষ খবর