Photobazar24
রবিবার / ২৬শে মে ২০১৯

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট: 2017-03-17 11:57:20
কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

ফটোবাজার ; কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সেলিম মোল্লা নামের এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। নিহতের বাড়ি দৌলতপুরের মধুগাড়ী গ্রামে।
বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে শেয়ালা-আদাবাড়ীয়া মোড়ে একদল লোক ডাকাতির প্রন্তুতিকালে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতরাত সাড়ে তিনটার দিকে শেয়ালা-আদাবাড়ীয়া মোড়ে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখানে অভিযান চালালে ডাকাতরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় সেলিম মোল্লা। পরে তাকে আটক করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেলিমের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। গোলাগুলিতে আহত হয়েছে ৩ পুলিশ।সর্বশেষ খবর